ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

অবরোধ মুক্ত ত্রিপুরার জাতীয় সড়ক ও রেলপথ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
অবরোধ মুক্ত ত্রিপুরার জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ তুলে নিলো ত্রিপুরার আন্দোলনকারীরা/ছবি: বাংলানিউজ

আগরতলা: টানা ১০ দিন পর বৃহস্পতিবার (২০ জুলাই) ৪৪ নম্বর জাতীয় সড়ক ও রেলপথের অবরোধ তুলে নিলো আইপিএফটির এনসি দেব্বর্মা গোষ্ঠী।

খোয়াই জেলার অন্তর্গত বড়মুড়া পাহাড়ের খামতিংবাড়ি এলাকায় অবরোধস্থলে এক সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়।

তিনি জানান, ত্রিপুরার রাজ্যপাল তাদের তিপ্রাল্যান্ড রাজ্যের দাবি সংক্রান্ত বিষয় নিয়ে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়েছেন।

চিঠি পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আলোচনা করতে রাজি হয়েছেন বলে সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন পশ্চিম জেলার পুলিশ সুপার অভিজিৎ শপ্তর্ষী।

তিনি আরও জানান, অবরোধকারীরা চলে গেলে পুলিশ গোটা রাস্তা তল্লাশি চালাবে। তারপর সাধারণ যান চলাচল শুরু করবে। শুক্রবার সকাল থেকে যান চলাচল স্বাভাবিক হতে পারে।

এদিকে রাজ্যে ইন্টারনেট ব্যবস্থা বিকল করে রাখায় সাধারণ মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।