উচ্চশিক্ষার প্রতিষ্ঠান হিসেবে পরিচিত বিশ্ববিদ্যালয়ে এহেন ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন অধ্যাপকরা।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার (২১ জুলাই) ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা মুখে কালো কাপড় বেঁধে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মৌন মিছিল করেন।
মিছিল শেষে অধ্যাপকরা জানান, ছাত্রদের স্বার্থে, শিক্ষার স্বার্থে তাদের প্রতিবাদ চলবে, যার পরিসর সামনের দিনে আরো বড় হবে।
বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে বই কেনা, ই-লাইব্রেরি স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে বড় ধরনের চুরির ঘটনা ঘটছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ শোনা যায়। আর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হওয়ার পর চুরির মাত্রা আরো বেড়েছে বলে অভিযোগ।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
এসসিএন/জেডএস