শনিবার (২২ জুলাই) থেকে স্থানীয়রা এই রুটে ট্রাক চলাচল বন্ধ করে দেন। রাস্তা সংস্কার না হওয়া পর্যন্ত এ স্থল বন্দরে ট্রাক চলাচল করতে পারবে না বলে তারা বিক্ষোভ করেছেন।
স্থানীয়রা জানান, শ্রীমন্তপুর স্থল বন্দরে যাওয়ার রাস্তার পাশে কয়েক হাজার মানুষের বসবাস। তাদের যাতায়াতের মূল সড়ক এটি। প্রতিদিন এই রাস্তা দিয়ে শতাধিক পণ্যবোঝাই ট্রাক চলাচলের ফলে রাস্তাটি ভেঙে বড় বড় গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়। তখন রাস্তা দিয়ে চলাচল কঠিন হয়ে পড়ে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।
এ বিষয়ে পূর্ত দফতরের স্থানীয় অফিসে একাধিকবার জানালেও কোনো কাজ হয়নি বলে তারা অভিযোগ করেন। এতে ক্ষুব্ধ এলাকাবাসী এ রাস্তা দিয়ে স্থল বন্দরে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ করে দিয়েছেন।
এতে বিপাকে পড়েছেন স্থল বন্দরে আমদানি-রফতানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। সেইসঙ্গে সমস্যায় পড়েছেন স্থল বন্দরে পণ্য উঠানো-নামানোর কাজে যুক্ত শ্রমিকরা। ব্যবসায়ীরা পণ্য আমদানি না করতে পারায় যেমন ক্ষতির সম্মুখীন হচ্ছেন তেমনি কাজ না থাকায় বেকার হয়ে পড়েছেন শ্রমিকরা।
বন্দর থেকে সরকারের দৈনিক প্রায় তিন লাখ রুপির ট্যাক্স আদায় হতো তাও বন্ধ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এসসিএন/আরআর