এরই ধারাবাহিকতায়ন অংশ হিসেবে নির্বাচনের রণনীতি স্থির করতে সোমবার (৩১ জুলাই) ভারতের জাতীয় রাজধানী দিল্লীতে বৈঠক করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নেতারা।
নিখিল ভারত কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে যোগদেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা।
ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের যুব নেতা রাখু দাস বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এবারের নির্বাচনে বিজেপি ও সিপিএমের সঙ্গে সমানভাবে লড়াই করার জন্য প্রদেশ সভাপতির দাবি অনুযায়ী রাহুল গান্ধী সহমত পোষণ করেন।
সিদ্ধান্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য, জেলা সভাপতিদের একটি করে চার চাকার গাড়ি দেওয়া হবে, প্রার্থী তালিকায় ৩৫ শতাংশ যুবদের নাম থাকবে বলেও জানান এ যুব নেতা।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
এসসিএন/জিপি