দক্ষিণের জাতীয় সড়ক দিয়েই আমাদের যেতে হবে। যেটা চলে গেছে নীরমহল ও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের জন্য বিখ্যাত জেলা সিপাহীজলার উপর দিয়ে।







বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৭
এএ
ত্রিপুরা থেকে ফিরে: সফরের প্রথম দিন ভ্রমণের এনার্জি একটু বেশিই থাকে। ঢাকা থেকে আখাউড়া সীমান্ত পেরিয়ে ত্রিপুরার রাজধানী আগরতলায় পা রেখেই তাই রওয়ানা প্রায় ১শ কিলোমিটার দূরের এক অভয়ারণ্যে। টানা আরও ঘণ্টা তিনেকের রাস্তা। ৩৫ ডিগ্রি খরতাপ মাথায় নিয়ে মারুতি জেনে সওয়ার আমরা চার সহকর্মী। চালক রূপক সূত্রধর আমাদের সমবয়সী। বেশ স্মার্ট। গল্প-আড্ডায় তাই শুরু হলো চলা।
দক্ষিণের জাতীয় সড়ক দিয়েই আমাদের যেতে হবে। যেটা চলে গেছে নীরমহল ও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের জন্য বিখ্যাত জেলা সিপাহীজলার উপর দিয়ে।
বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৭
এএ