শুক্রবার (৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানী আগরতলার পোস্ট অফিস চৌমুহনী এলাকার কংগ্রেস ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস দল।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কংগ্রেস ভবনের সামনে গিয়ে শেষ হয়।
কংগ্রেসের অভিযোগ, রাজ্যের শাসক দল বিজেপির সমর্থকরা এ হামলা করেছে। এ ঘটনায় বিজেপিকে দায়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করা হয়।
ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি সুশান্ত চক্রবর্তী বলেন, বিজেপি ও আরএসএস বাহিনীর লোকজন রাহুল গান্ধীর ওপর হামলা করেছে এবং তার গাড়ি ভাঙচুর করেছে। এ ঘটনায় যুব কংগ্রেস নিন্দা জানায়।
এদিকে দলটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে রাজধানী আগরতলায়।
বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৭
এসসিএন/আরআইএস