ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

স্বাধীনতা দিবস উপলক্ষে ত্রিপুরায় তল্লাশি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৪ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৭
স্বাধীনতা দিবস উপলক্ষে ত্রিপুরায় তল্লাশি ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ত্রিপুরায় তল্লাশি/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: আগামী ১৫ আগস্ট (মঙ্গলবার) ভারতের ৭০তম স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন চলছে। নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি।

এক্ষেত্রে পিছিয়ে নেই উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরাও, গোটা রাজ্য জুড়ে স্বাধীনত‍া দিবস উদযাপনের প্রস্তুতি এখন তুঙ্গে।

পুলিশ সূত্রে জানা গেছে, জঙ্গি সংগঠনগুলো যাতে কোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্যে দেশ জুড়ে বিশেষ তল্লাশি চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

দেশের অন্যান্য রাজ্যের ন্যায় ত্রিপুরার রাজধানী আগরতলাসহ গুরুত্বপূর্ণ শহরগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রতিদিন বিভিন্ন বাজার, রেলওয়ে স্টেশন, বাসস্ট্যান্ড, সপিংমল ও হোটেলসহ বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে।

আগামী ১৫ আগস্ট পর্যন্ত এ তল্লাশি চলবে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৭
এসসিএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।