ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় আসামের অর্থমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৭
আগরতলায় আসামের অর্থমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা আগরতলায় আসামের অর্থমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা

আগরতলা: তৃণমূল কংগ্রেসের বিধায়কদের বিজেপি-তে যোগদান অনুষ্ঠানে অংশ নিতে আগরতলা এসেছেন আসামের অর্থমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা।

সোমবার (০৭ আগস্ট) দুপুর সোয়া বারোটার প্লেনে গৌহাটি থেকে আগরতলা এসে পৌঁছান তিনি।

বিমানবন্দর থেকে সরাসরি স্টেট গেস্ট হাউসে আসেন হেমন্ত বিশ্বশর্মা।

তারপর স্টেট গেস্ট হাউসে আসেন ভারত সরকারের প্রেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি বিপ্লব কুমার দেব, দলের ত্রিপুরা রাজ্যের অভজারভার সুনীল দেওধর, দলের সহ-সভাপতি সুবল ভৌমিক, কংগ্রেস বিধায়ক রতন লাল নাথ সহ বিজেপির অন্যান্য নেতা ও পেট্রোলিয়াম মন্ত্রকের বিভিন্ন আধিকারিকরা।

মন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে ত্রিপুরা রাজ্যে প্রাকৃতিক গ্যাসের সম্ভারের বিষয়ে ও এই গ্যাসকে কাজে লাগিয়ে কীভাবে রাজ্যের উন্নয়নের কাজে লাগানো যায় সে বিষয়ে আলোচনা করেন।

পরে সবাই রাজ্য অতিথিশালাতে মধ্যাহ্ন ভোজন করেন। মধ্যাহ্ন ভোজনের পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে তৃণমূল কংগ্রেস দলের ৬ বিধায়কের আনুষ্ঠানিকভাবে বিজেপি-তে যোগদান অনুষ্ঠানে যাওয়ার কথা।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৭
এসসিএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।