ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার খুমলুংয়ে ২ রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৭
ত্রিপুরার খুমলুংয়ে ২ রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ  ছবি: বাংলানউজটোয়েন্টিফোর.কম

আগরতলা (ত্রিপুরা): দুই রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ত্রিপুরার খুমলুং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

আদিবাসীভিত্তিক দল ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব তিপ্রা (আইপিএফটি) ও সিপিআই (এম) দলের কর্মীদের মধ্যে বুধবার (০৯ আগস্ট) এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

এতে উভয়পক্ষের একাধিক কর্মী আহত হয়েছেন।

গুরুতর আহত অবস্থায় সিপিআই (এম) এর এক কর্মীকে আগরতলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খুমলুং এলাকায় দুই দলের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় সিপিআই (এম) অফিসসহ প্রতিপক্ষের লোকজন বেশ কয়েকটি দোকানেও ভাঙচুর চালায়।  

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ ও আধা সামরিক বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৭
এসসিএন/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।