রোববার (১৩ আগস্ট) রাতে তাকে গ্রেফতার করা হয়।
পশ্চিম আগরতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাখাল দাস বাংলানিউজকে জানান, সিপাহীজলা জেলার সোনামুড়া থানার পুলিশ রাতে মোটরসাইকেল চুরি করার সময় পিন্টুকে গ্রেফতার করে।
তিনি আরও জানান, পিন্টু ও তার সহযোগীরা আগরতলা শহর থেকে মোটরসাইকেল চুরি করে এগুলো সোনামুড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করতেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পশ্চিম আগরতলা থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মোটরসাইকেল চুরির মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ০২৫১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
এসসিএন/আরবি/