ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

প্রথা মেনে আগরতলার দুর্গাবাড়িতে নবমী পূজা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৭
প্রথা মেনে আগরতলার দুর্গাবাড়িতে নবমী পূজা প্রথা মেনে আগরতলার দুর্গাবাড়িতে নবমী পূজা

আগরতলা: শাস্ত্র মেনে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ত্রিপুরার রাজধানী আগরতলাসহ রাজ্যজুড়ে উদযাপিত হচ্ছে দেবী দুর্গার মহানবমী পূজা। 

এ উপলক্ষে এদিন আগরতলার ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে হয় মহিষ বলি। ত্রিপুরা রাজ্যের রাজন্য শাসিত আমল থেকে এ প্রথা চলে আসছে।

প্রাচীনকাল থেকে চলে আসা এ পূজা দেখতে প্রচুর সংখ্যক দর্শনার্থী ভিড় জমান দুর্গাবাড়িতে।  

পূজায় হিন্দু পূজারীর পাশাপাশি আদিবাসীদের পূজারী রাজ চন্তাইও পূজা করেন।  

পূজা শেষে তোপধ্বনির পর হয় বলি। রাজন্য আমল থেকে এ রীতি চলে আসছে। রাজ্যের দুর্গাপূজায় শুধু এখানেই মহিষ বলি হয়।

দুর্গাবাড়ির আরও একটি বৈশিষ্ট্য হলো এ মন্দিরের সমস্ত খরচ দেয় ত্রিপুরা সরকার। ভারতের স্বাধীনতার সময় ত্রিপুরা ছিল রাজাদের শাসিত দেশীয় রাজ্য। ভারতের স্বাধীনতার পর ত্রিপুরা ভারতের সঙ্গে যুক্ত হয় ও রাজতন্ত্র থেকে গণতন্ত্রে আসে। তখন ভারত সরকারের সঙ্গে চুক্তি হয়, এই মন্দিরের সব খরচ দেবে ত্রিপুরা সরকার। চুক্তি অনুসারে ত্রিপুরা সরকার মন্দিরের খরচের টাকা দেয়।

রাজ্যের ঐতিহ্যবাহী মন্দির হওয়ায় প্রতি বছর দুর্গাপূজায় প্রচুর মানুষ ভিড় জমান দুর্গাবাড়িতে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৭
এসসিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।