ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরাজুড়ে পালিত হচ্ছে মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৭
ত্রিপুরাজুড়ে পালিত হচ্ছে মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী রাজ্যপাল তথাগত রায় গান্ধীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন; ছবি: বাংলানিউজ

আগরতলা: সারা ভারতের অন্যসব এলাকার মতো সোমবার (২ অক্টোবর) ত্রিপুরা রাজ্যজুড়ে পালিত হল ভারতের জাতির জনক ও স্বাধীনতা আন্দোলনের পুরোধা নেতা মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী।

এদিন ত্রিপুরা রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজধানী আগরতলায়। রাজ্যপাল তথাগত রায় প্রথমে রাজধানীর কুঞ্জবন এলাকার গান্ধীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন ও ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন।

এরপর তিনি চলে যান রাজধানীর গান্ধীঘাট এলাকায়। সেখানে মহাত্মা গান্ধীর শহীদবেদীতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এদিনের এই কর্মসূচীতে রাজ্যপালের সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের কারা দফতরের মন্ত্রী মণীন্দ্র রিয়াং, পশ্চিম জেলার জেলা শাসক মিলিন্দ রামটেক, সদর মহকুমা শাসক সমিত রায় চৌধুরী সহ প্রশাসনের অন্য কর্মকর্তারা।

রাজ্যপালের সঙ্গে মন্ত্রী সহ উপস্থিত কর্মকর্তারাও শ্রদ্ধা জ্ঞাপন করেন।

অপর দিকে রাজ্যজুড়ে সরকারী ও বেসরকারী উদ্যোগেও পালিত হচ্ছে গান্ধীর জন্মজয়ন্তী।

২রা অক্টোবর ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের কমিটির উদ্যোগেও পালিত হয় গান্ধী জয়ন্তী।
বাংলাদেশ সময়:১১২৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৭
এসসিএন/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।