ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আগরতলা

এবিভিপি’র উদ্যোগে জনজাতি সম্মেলন অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এবিভিপি’র উদ্যোগে জনজাতি সম্মেলন অনুষ্ঠিত এবিভিপি সভা

আগরতলা: অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে জনজাতি ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই সম্মেলনে অতিথি ছিলেন এবিভিপি’র জাতীয় কার্যকারী কমিটির সদস্য ড. জোরাম আনিয়া তানা, ত্রিপুরা জনজাতি অফিসার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক যোগেন্দ্র দেববর্মা, এবিভিপির জাতীয় সভাপতি সীমান্ত দাস, আগরতলা ইউনিটের সম্পাদক সুজিত দেব প্রমুখ।

সম্মেলনে আগরতলার পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে নানা জনজাতি অংশের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ভাষা যাই হোক আমাদের একটি কথা মনে রাখতে হবে প্রথমে আমরা ভারতীয় তারপর অন্য কিছু।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এসসিএন/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।