ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আগরতলা

ধর্মনিরপেক্ষতার সমর্থনে আগরতলায় বিক্ষোভ-মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
ধর্মনিরপেক্ষতার সমর্থনে আগরতলায় বিক্ষোভ-মিছিল ধর্মনিরপেক্ষতার সমর্থনে আগরতলায় বিক্ষোভ-মিছিল

আগরতলা: বিভাজন, সাম্প্রদায়িকতা, জাতিবিদ্বেষ, উগ্র-হিন্দুত্ববাদের বিরুদ্ধে ও ধর্মনিরপেক্ষতা, বহুত্ববাদ, গণতন্ত্র ও বৈচিত্রের মধ্যে ঐক্য রক্ষার আহ্বানকে সামনে রেখে আগরতলায় বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালের দিকে আগরতলা প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ-মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্যারাডাইস চৌমুহনীতে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ-মিছিলে বুদ্ধিজীবীসহ সমাজের নানা অংশের মানুষ অংশ নেয়। সাম্প্রদায়িকতা বিরোধী ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মঞ্চের উদ্যোগে হয় এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।