ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ৮ দফা দাবিতে আইওয়াইএফটি’র মিছিল 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
ত্রিপুরায় ৮ দফা দাবিতে আইওয়াইএফটি’র মিছিল  আইওয়াইএফটি’র মিছিল-ছবি-বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যের স্বশাসিত জেলা পরিষদ এলাকায় ইনার লাইন পারমিট চালুসহ ৮ দফা দাবিকে সামনে রেখে মিছিল করেছে ইন্ডিজেনাস ইউথ ফেডারেশন অব তুইপ্রা (আইওয়াইএফটি)।

শনিবার (১১ নভেম্বর) দুপুরে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে সংগঠনের সদস্যরা রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এসে জড়ো হয়। সেখান থেকে রাজপথ ধরে মিছিল করে কুঞ্জবন এলাকার গান্ধী মূর্তির পাদদেশে এলে পুলিশ মিছিলে বাধা দেয়।

 

পরে আইওয়াইএফটি’র প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপালের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে তাদের দাবি সনদ তুলে দেন।  

এদিন মিছিলে প্রায় ৫ হাজারের বেশি নেতাকর্মী অংশ নেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন প্রচুর পুলিশ সদস্য মোতায়েন করে।  

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।