ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরাজুড়ে চলছে ২৪ ঘণ্টার হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
ত্রিপুরাজুড়ে চলছে ২৪ ঘণ্টার হরতাল রাজপথে টায়ার জ্বালিয়ে হরতালের প্রতিবাদ/ছবি: বাংলানিউজ

আগরতলা: মাত্র একমাসের ব্যবধানে ত্রিপুরা রাজ্যে দু’জন সাংবাদিক হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাজ্যজুড়ে চলছে ২৪ ঘণ্টার হরতাল। আলাদাভাবে এ হরতালের ডাক দিয়েছে বিরোধীদল বিজেপি ও কংগ্রেস। 

এদিন স্থানীয় সময় সকাল ৬টায় হরতাল শুরু হয়। সরেজমিনে দেখা যায়, হরতালের জেরে বন্ধ বাজার।

রাস্তাঘাট ফাঁকা, কোনো যানবাহন চলছে না। সরকারি, বেসরকারি স্কুল-কলেজসহ অফিস-আদালতের সামনে মূল গেটে দলীয় পতাকা লাগিয়ে রেখেছে হরতালকারীরা।  

সাংবাদিক হত্যার প্রতিবাদ জানিয়ে সকালে মিছিল বের করে বিজেপি। মিছিল থেকে হরতাল সর্বাত্মক করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়।  

হরতালের ফাঁকা আগরতলার রাস্তা-ঘাটঅন্যদিকে কংগ্রেস সমর্থকরা আগলতলার রাজপথে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায়।  

রাজধানী আগরতলাসহ রাজ্যের বিভিন্ন এলাকায় নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে।  

হরতালকে ঘিরে এখন পর্যন্ত কোনো সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
এসসিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।