ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আগরতলা

সম্পাদকীয় ছাড়াই ত্রিপুরায় ছাপা হলো বেশিরভাগ পত্রিকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
সম্পাদকীয় ছাড়াই ত্রিপুরায় ছাপা হলো বেশিরভাগ পত্রিকা সম্পাদকীয়’র জায়গা ফাঁকা রেখে ছাপা হওয়া ত্রিপুরার পত্রিকা

আগরতলা: ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনী'র (টিএসআর) দ্বিতীয় ব্যাটালিয়ানের প্রধান কার্যালয়ে বাহিনীর কমান্ডেন্টের উপস্থিতিতে সাংবাদিককে গুলি করে খুন করার প্রতিবাদে সরব রাজ্যের বেশির ভাগ সংবাদ মাধ্যম।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) আগরতলা শহর থেকে প্রকাশিত হাতে গোনা কয়েকটি প্রভাতী দৈনিক পত্রিকা ছাড়া সবকটি সংবাদপত্রের সম্পাদকীয় কলাম খালি রাখা হয়েছে। অনেক পত্রিকায় আবার সম্পাদকীয় কলাম কালো কালি দিয়ে লেপে দেওয়া হয়েছে।

রাজধানী থেকে প্রকাশিত বাংলা ও ইংরেজি উভয় ভাষার পত্রিকার সম্পাদকীয় ছাপা হয়নি।

কোন কোন পত্রিকায় সম্পাদকীয় কলামে উল্লেখ করা হয়েছে পুলিশি ডেরায় ডেকে নিয়ে সাংবাদিক খুনের প্রতিবাদে সম্পাদকীয় ছাপা হয়নি।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
এসসিএন/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।