ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আগরতলা

৭ মার্চের ভাষণের স্বীকৃতিতে ত্রিপুরায় দুইদিনের অনুষ্ঠান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
৭ মার্চের ভাষণের স্বীকৃতিতে ত্রিপুরায় দুইদিনের অনুষ্ঠান প্রেস ব্রিফিং-ছবি-বাংলানিউজ

আগরতলা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন দুই দিনব্যাপী আনন্দ উৎসব উদযাপন করবে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) আগরতলার কুঞ্জবন এলাকার সহকারী হাইকমিশনের অফিসে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান সহকারী হাইকমিশনার মোহাম্মদ সেখাওয়াত হোসেন।  

তিনি জানান, রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে আম্রকুঞ্জে আগামী ২৫ নভেম্বর অনুষ্ঠান শুরু হবে।

অনুষ্ঠানের প্রথমদিনে হবে শোভাযাত্রা। এরপর ১৯৭১ সালের ৭ মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ সবাইকে শোনানো হবে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক গান ও কবিতা আবৃত্তি করবেন শিল্পীরা।

এর পরদিন (২৬ নভেম্বর) সহকারী হাইকমিশনের উদ্যোগে হবে বাউল উৎসব। এই উৎসবে বাংলাদেশের কুষ্টিয়া, সিলেট ও সুনামগঞ্জ থেকে শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন দ্বিতীয় সচিব মোহম্মদ ইকবাল হোসেন।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
এসসিএন/আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।