ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আগরতলা

আগরতলায় বিজেপির মুখপাত্র সম্বিতের সঙ্গে নেতাদের বৈঠক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
আগরতলায় বিজেপির মুখপাত্র সম্বিতের সঙ্গে নেতাদের বৈঠক সম্বিত মহাপাত্রের সঙ্গে প্রাথমিক বৈঠকে নেতারা, ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় কমিটির মুখপাত্র সম্বিত মহাপাত্র।

শনিবার (২৫ নভেম্বর) সকালে প্লেনে করে দিল্লি থেকে আগরতলায় আসেন তিনি। স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি বিপ্লব কুমার দেব, দলের ত্রিপুরা রাজ্যের অবজারভার সুনীল দেওধর, প্রদেশ কমিটির মুখপাত্র ডা. অশোক সিনহা প্রমুখ।


 
বিমানবন্দর থেকে তারা খেজুরবাগান এলাকার রাজ্য অতিথিশালায় আসেন এবং সকালের নাস্তা গ্রহণ করেন। এরপর দলের প্রদেশ কমিটির নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয়।

দুপুরে রাজ্যের সিপাহীজলা জেলার সোনামুড়া এলাকায় এক সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সম্বিত পাত্র। বিকেলে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং আরও এক দফায় দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।  

রোববার (২৬ নভেম্বর) তার দিল্লি ফিরে যাওয়ার কথা।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
এসসিএন/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।