ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

৭ই মার্চের ভাষণের স্বীকৃতিতে আগরতলায় শোভাযাত্রা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
৭ই মার্চের ভাষণের স্বীকৃতিতে আগরতলায় শোভাযাত্রা শোভাযাত্রা-ছবি-বাংলানিউজ

আগরতলা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে ‘বিশ্ব প্রামাণ্য ঐহিত্য’ হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৫ নভেম্বর) আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে আম্রকুঞ্জে অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ মাইকে শোনানো হয়।

এরপর সহকারী হাইকমিশনের কর্মকর্তাসহ আগরতলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এক শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি আগরতলার বিভিন্ন রাজপথ ঘুরে আবার আম্রকুঞ্জে এসে শেষ হয়।  

সব শেষে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে রাজধানীর শিল্পী সাহিত্যিকরা গান, কবিতা ও নৃত্য পরিবেশন করেন। সহকারী হাইকমিশনার মো. সেখাওয়াত হোসেন বঙ্গবন্ধুর ৭ই মার্চ ভাষণের তাৎপর্য তুলে ধরেন।  

বাচিক শিল্পী শাওলী রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম সচিব মো. মনিরুজ্জামান, দ্বিতীয় সচিব মো. ইকবাল হোসেন, পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিত ভৌমিক, কবি সঙ্গীতা দেওয়ানজী, লেখক দেবব্রত দেবরায় প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।