ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলে নতুন স্বাস্থ্যকেন্দ্র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলে নতুন স্বাস্থ্যকেন্দ্র ত্রিপুরার প্রত্যেন্ত গ্রামে চার কোটি রুপি ব্যয়ে নতুন স্বাস্থ্যকেন্দ্র হচ্ছে। ছবি: বাংলানিউজ

আগরতলা: উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরার আদিবাসী অধ্যুষিত জনপদে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে নানা প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার ও স্থানীয় এডিসি প্রশাসন। 

এরই প্রেক্ষিতে খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার উত্তর মহারানিপুরে নির্মাণ করা হচ্ছে ১০ শয্যার দ্বিতল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি নির্মাণে খরচ হবে ভারতীয় মুদ্রায় চার কোটি রুপি।

কর্মকর্তারা বলছেন, এই স্বাস্থ্যকেন্দ্র তৈরি হলে প্রাথমিক চিকিৎসার জন্য এলাকাবাসীকে মুঙ্গিয়াকামী বা তেলিয়ামুড়ায় ছুটে যেতে হবে না। স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবনের পাশেই গড়ে তোলা হয়েছে চিকিৎসকসহ স্বাস্থ্য কর্মীদের থাকার জন্য আবাসন।

ভারত সরকারের জাতীয় স্বাস্থ্য মিশনের অর্থায়নে হাসপাতালটি নির্মাণ করা হয়েছে।  

এদিকে দীর্ঘ প্রত্যাশিত দাবি পূরণ হওয়ায় দারুণ খুশি এলাকার জনগণ। তারা বলেন, ভবিষ্যতেও উন্নয়নের এই ধারা বজায় থাকুক।  

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
এসসিএন/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।