ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় নবনির্মিত পানি শোধনাগার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
ত্রিপুরায় নবনির্মিত পানি শোধনাগার উদ্বোধন ত্রিপুরায় নবনির্মিত পানি শোধনাগার উদ্বোধন

আগরতলা: ত্রিপুরার সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার মোহনভোগ এলাকায় নবনির্মিত পানি শোধনাগারের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পানি শোধনাগারটি উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

 

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ত্রিপুরা সরকারের জন স্বাস্থ্য ও কারিগরি দফতরের মন্ত্রী রতন ভৌমিক, দুই বিধায়ক শ্যামল চক্রবর্তী ও তপন দাস প্রমুখ।

জানা যায়, এ পানি শোধনাগারটি ২ কোটি ২৩ লাখ ৯৫ হাজার রুপি ব্যয়ে নির্মাণ করা হয়েছে। এটি দৈনিক ৩ লাখ গ্যালন পানি শোধন করতে সক্ষম। শোধনাগারটি স্থাপন করায় ৭টি গ্রামপঞ্চায়েত এলাকায় বসবাসরত মানুষ পরিশ্রুত খাবার পানি পাবেন।  

এ শোধনাগার থেকে পানি সরবরাহ করার জন্য ৪৫ কি.মি. দীর্ঘ এলাকাজুড়ে পাইপ লাইন বসানো হবে বলেও জানা যায়।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।