মঙ্গলবার (৫ ডিসেম্বর) দিল্লির প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার সামনে কর্মসূচি পালন করেন আন্দোলনরত সাংবাদিকদের প্রতিনিধি দল। কর্মসূচিতে প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার সদস্যরাও উপস্থিত ছিলেন।
সাংবাদিকরা খুন হওয়া সুদীপ দত্ত ভৌমিক ও শান্তনু ভৌমিকের ছবি সংবলিত প্ল্যাকার্ড ঝুলিয়ে তাদের দাবি জানান।
ত্রিপুরা রাজ্যের সাংবাদিকদের প্রতিনিধি দল দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, উত্তরপূর্বাঞ্চল উন্নয়মন্ত্রী ও প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার কর্মকর্তাদের সঙ্গে স্বাক্ষাৎ করেন।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
এসসিএন/আরআর