ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে, আহত ৩ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
ত্রিপুরায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে, আহত ৩  চাল বোঝাই ট্রাক নদীতে

আগরতলা: ত্রিপুরার খোয়াই জেলার অন্তর্গত তেলিয়ামুড়ার চাকমাঘাট এলাকায় চাল বোঝাই ট্রাক নদীতে পড়ে চালকসহ তিনজন আহত হয়েছেন। 

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে 

প্রত্যক্ষদর্শীরা জানান, চাল বোঝাই ট্রাক বর্হি:রাজ্য থেকে আগরতলার উদ্যেশে আসছিলো। ট্রাকটি চাকমাঘাট এলাকায় আসার পর অন্য একটি গাড়িকে পাশ কাটানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে খোয়াই নদীতে পড়ে যায়।

এতে আহত হন চালকসহ ট্রাকে থাকা আরো দুই ব্যাক্তি।  

মহাসড়কে থাকা লোকজন তাদেকে ট্রাক থেকে উদ্ধার করেন ও অন্যগাড়িতে করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পাঠান। তবে তাদের আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭ 
এসসিএন/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।