ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আগরতলা

দুই দফা দাবিতে বিএসএনএল কর্মীদের হরতাল চলছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
দুই দফা দাবিতে বিএসএনএল কর্মীদের হরতাল চলছে বিক্ষোভ করেছে বিএসএনএল'র কর্মীরা-ছবি-বাংলানিউজ

আগরতলা: ভারতের রাষ্ট্রায়ত্ব টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেডের (বিএসএনএল) কর্মীদের তৃতীয় বেতন কমিশনের সুপারিশ অবিলম্বে কার্যকর এবং দেশজুড়ে প্রায় ৭০ হাজার মোবাইল টাওয়ার নিয়ে সরকারের নতুন সংস্থা গড়ার পরিকল্পনার প্রতিবাদে ত্রিপুরায় হরতাল চলছে।

হরতালের ডাক দিয়েছে অল ইউনিয়নস অ্যান্ড অ্যাসোসিয়েশনস অব বিএসএনএল'র যৌথ মঞ্চ।

ভারতব্যাপী দুইদিনের হরতালের প্রথমদিনে মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভারতের পাশাপাশি ত্রিপুরা রাজ্যে বিক্ষোভ করেছে বিএসএনএল'র কর্মীরা।

 

আগরতলাসহ বিভিন্ন এলাকায় বিএসএনএল'র অফিসের সামনে সংগঠনের সদস্যরা দুই দফা দাবির সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করে।  

যৌথ মঞ্চের আহ্বায়ক তীর্থঙ্কর চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, বিএসএনএল'কে স্তব্ধ করতে ভারত সরকার একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে। ৭০ হাজার মোবাইল টাওয়ার নিয়ে আলাদা সংস্থা করার নামে বিএসএনএল’কে বেসরকারি হাতে তুলে দিতে চাইছে সরকার। পাশাপাশি চলতি বছরের জানুয়ারি মাস থেকে তাদের তৃতীয় পে রিভিশন কমিটির সুপারিশ এখনও কার্যকর হয়নি। এর বিরুদ্ধে লাগাতর আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন কর্মীরা।  

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।