ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় সরকারি চাকরিজীবী মায়েদের ছুটি দুই বছর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
ত্রিপুরায় সরকারি চাকরিজীবী মায়েদের ছুটি দুই বছর ভানু লাল সাহা

আগরতলা: ত্রিপুরা রাজ্যের সরকারি চাকরিজীবী মায়েরা এখন থেকে নিজের সন্তানের লালন-পালনের জন্য দুই বছর ছুটি পাবেন। ছেলে-মেয়ের ১৮ বছর বয়স পর্যন্ত ধাপে ধাপে ৭৩০ দিনের এই ছুটি নিতে পারবেন তারা। দুই সন্তান পর্যন্ত এই ছুটির সুযোগ পাবেন মা।

এখন মাতৃত্বকালীন সময়ে সরকারি চাকরিজীবী নারীরা ৬ মাসের ছুটি পাচ্ছেন। ৬ মাসের এককালিন ছুটির বাইরে থাকবে এই নতুন ঘোষিত ছুটি।

এর নাম দেওয়া হয়েছে ‘চাইল্ড কেয়ার লিভ’।

মঙ্গবার (১২ ডিসেম্বর) ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ভানু লাল সাহা সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান। মন্ত্রিসভার এ সিদ্ধান্তে রাজ্যের সরকারি চাকরিজীবী নারীর খুশি।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
এসসিএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।