ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আগরতলা

সিপিআইয়ের উদ্যোগে আগরতলায় বাইক মিছিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
সিপিআইয়ের উদ্যোগে আগরতলায় বাইক মিছিল আগরতলায় বাইক মিছিল। ছবি: বাংলানিউজ

আগরতলা: আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শাসক দল সিপিআইয়ের (এম)পশ্চিম জেলার অন্তর্গত ডুকলী সাংঠনিক মহাকুমার উদ্যোগে আগরতলায় মোটর বাইক মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে এ বাইক মিছিলটি হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

মিছিলের শুরুতে সংসদ সদস্য সিপিআই(এম) দলের নারী নেত্রী ঝর্ণা দাশবৈদ্য বলেন, ‘এদিন মোট চারটি বিধানসভা ভিত্তিক মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে।

এ বিধানসভা কেন্দ্রগুলি হলো বাধারঘাট, সূর্য্যমনিনগর, প্রতাপগড় ও বড়দোয়ালী এলাকায় মোটর বাইক মিছিল প্রদক্ষিণ করবে’।

তিনি আরো বলেন, রাজ্যে অষ্টম বামফ্রন্ট সরকার গঠিত হবেই। এদিন মিছিলে প্রায় দেড় হাজার মোটর বাইক নিয়ে নেতাকর্মীরা মিছিলে সামিল হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।