এ বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার (৩০ ডিসেম্বর) আগরতলার অভয়নগর এলাকার হিন্দি স্কুলে চাকরিচ্যুত শিক্ষকদের একাংশ এক বৈঠকে মিলিত হন।
বৈঠক শেষে শিক্ষকদের পক্ষে অরবিন্দু শর্মা সংবাদমাধ্যমকে জানান, আগামী ২ জানুয়ারি প্রতিনিধি দল দিল্লি গিয়ে ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী প্রকাশ জাবড়েকরের সঙ্গে দেখা করে তাদের চাকরি রক্ষার জন্য আবেদন জানাবেন।
এদিনের বৈঠকে প্রচুর শিক্ষক উপস্থিত ছিলেন।
নিয়োগ পদ্ধতিতে অনিয়মের কারণে সুপ্রিম কোর্ট ১০ হাজার ৩শ' ২৩ জন শিক্ষকের চাকরি বাতিল বলে ঘোষণা দেন। এতে ত্রিপুরা রাজ্যের স্কুলগুলোতে ব্যাপক শিক্ষক স্বল্পতা দেখা দেওয়ায় শিক্ষকদের ৬ মাস চাকরির মেয়াদ বৃদ্ধি করা হয়।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ৩০ ডিসেম্বর, ২০১৭
এসসিএন/আরআর