ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আগরতলা

সমাবেশে যোগ দিতে আগরতলায় জনতার ঢল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
সমাবেশে যোগ দিতে আগরতলায় জনতার ঢল কর্মী-সমর্থকরা আসছেন আগরতলায়-ছবি-বাংলানিউজ

আগরতলা: আগরতলাকে লাল জোয়ারে ভাসাতে ত্রিপুরা রাজ্যের প্রতিটি জেলা থেকে জনতার ঢল এখন রাজধানীমুখী।

ত্রিপুরা রাজ্যে অষ্টম বামফ্রন্ট সরকার গড়ার আহ্বানে রোববার (৩১ ডিসেম্বর) আগরতলার আস্তাবল ময়দানে বামফ্রন্টের উদ্যোগে এক সমাবেশের ডাক দেওয়া হয়েছে।  

এ সমাবেশে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সি পি আই (এম) দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচ্যুরী, ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, সি পি আই দলের কেন্দ্রীয় কমিটির নেতা ডি রাজা, ফরওয়ার্ড ব্লক দলের নেতা নরেন চ্যাটার্জী, আর এস পি দলের নেতা মনোজ ভট্টাচার্য্য প্রমুখ।

 

এদিন সকাল থেকে ট্রেন, বাসসহ অন্য যানবাহনে করে কর্মী-সমর্থকরা রাজধানীর উদ্দেশে যাত্রা করেন। উত্তর জেলার ধর্মনগর থেকে আসা কর্মীদের বেশিরভাগ ট্রেনে করে যাচ্ছেন। আস্তাবল ময়দানসহ গোটা আগরতলা শহরকে লাল পতাকায় সাজানো হয়েছে।  

সি পি আই (এম) দলের পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর জানান, ৬০ হাজারের বেশি কর্মী-সমর্থক সমাবেশে যোগ দেবেন বলে আশা করছি।  

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।