ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় পুলিশ দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
আগরতলায় পুলিশ দিবস পালিত পুলিশ দিবসের প্যারেড

আগরতলা: পুলিশ দিবস উপলক্ষে ত্রিপুরা পুলিশের উদ্যোগে আগরতলায় প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) রাজধানীর এ ডি নগর এলাকার পুলিশ লাইন্সের মাঠে আয়োজিত এ প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।

ত্রিপুরা পুলিশের পুরুষ সদস্যের দল, মহিলা পুলিশের দল, ট্রাফিক পুলিশ, গৃহরক্ষী বাহিনী ও টিএসআর বাহিনীর জওয়ানরা মুখ্যমন্ত্রীর সামনে দিয়ে মার্চপাস্ট করেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন পুলিশকে মানুষের আরও কাছে পৌঁছাতে হবে।

পুলিশের সাফল্য আছে কিন্তু এখনো পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগ আসছে। এ অভিযোগকে শূন্যের কোঠায় নিয়ে আসতে হবে।

পরে মুখ্যমন্ত্রী সারা বছর ধরে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এমন পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। মুখ্যমন্ত্রী এসব পুলিশ কর্মীদের হাতে পুরস্কার তুলে দেন।

এদিন মাঠে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা পুলিশের মহা-নির্দেশক এ কে শুক্লা, ডিআইজি অরিন্দম নাথসহ অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এসসিএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।