ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

আগরতলা

আগরতলায় বামফ্রন্টের প্রচার সভায় বিমান বসু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৮, জানুয়ারি ৩১, ২০১৮
আগরতলায় বামফ্রন্টের প্রচার সভায় বিমান বসু

আগরতলা: আগরতলায় বামফ্রন্টের প্রচার সভায় অংশ নিয়ে ক্ষমতাসীন বি জে পি’র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গ সি পি আই (এম) দলের সম্পাদক বিমান বসু।

তিনি বলেছেন, বি জে পি ক্ষমতায় আসার পর গত সাড়ে তিন বছরে মাত্র এক শতাংশ মানুষের হাতে দেশের সম্পদের ৭৩ শতাংশ। এটা দেশের জন্য ভয়ঙ্কর।

 

বি জে পি ত্রিপুরাকে অশান্ত করার চেষ্টা করছে অভিযোগ করে বিমান বসু বলেছেন, তারা উপজাতিভিত্তিক দলের সঙ্গে জোট করছে। যারা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। নির্বাচনে জয়ী হওয়ার জন্য যারা উগ্রবাদীর সঙ্গে জড়িত তারা, মানুষের বন্ধু হতে পারে না।

বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় আগরতলার বনমালীপুর বিধানসভা আসনে সি পি আই (এম) প্রার্থী অমল চক্রবর্তী’র সমর্থনে আয়োজিত সভায় বক্তব্য রাখেন বিমান বসু।

বনমালীপুরের কল্যাণী এলাকায় আয়োজিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন প্রার্থী অমল চক্রবর্তী, আগরতলা পুরনিগমের মেয়র তথা সি পি আই (এম) নেতা ড. প্রফুল্লজীৎ সিনহা প্রমুখ।

বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।