ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে ভোট গণনা শুরু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৫ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে ভোট গণনা শুরু  চলছে ভোট গণনা

আগরতলা: ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। শনিবার (৩ মার্চ) স্থানীয় সময় সকাল ৮টা থেকে ৫৯টি বিধানসভা আসনের ভোটের গণনা শুরু হয়।

নির্বাচন দফতর সূত্রে জানা যায়, প্রথমে পোস্টাল ব্যালট পেপারের গণনা শুরু হয়েছে। এরপর হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের ভোট গণনা হবে।

রাজধানী আগরতলাসহ রাজ্যের ৮টি জেলাতে এ ভোট গণনা শুরু হয়েছে। রাজ্যজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ভোট গণনা কেন্দ্রে ১১৪ ধারা জারি করেছে প্রশাসন।

ভোট গণনাকে কেন্দ্র করে সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। বিজেপি কর্মীদের মধ্যে সবচেয়ে বেশি উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

এদিন ভোর রাত থেকে দলে নোত-কর্মীরা ভোট গণনা কেন্দ্রের বাইরে দলের পতাকা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি নিয়ে ভিড় জমিয়েছে।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।