ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

আগরতলা

শপথ অনুষ্ঠানে মানিককে আমন্ত্রণ জানিয়েছেন বিপ্লব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৮, মার্চ ৮, ২০১৮
শপথ অনুষ্ঠানে মানিককে আমন্ত্রণ জানিয়েছেন বিপ্লব শপথ অনুষ্ঠানে মানিককে আমন্ত্রণ জানিয়েছেন বিপ্লব কুমার দেব

আগরতলা: ত্রিপুরা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বিপ্লব কুমার দেব শপথ গ্রহণ করবেন শুক্রবার (৯ মার্চ)। তার সঙ্গে নতুন মন্ত্রীসভার সদস্যরাও শপথ নেবেন। 

শপথ অনুষ্ঠানে রাজ্যের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার ও সিপিআই (এম) দলের রাজ্য সম্পাদক বিজন ধরকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাতে সিপিআই (এম) দলের ত্রিপুরা রাজ্য কমিটির অফিসে নিজে গেলেন বিপ্লব কুমার দেব।

বৃহস্পতিবার (৮ মার্চ) সন্ধ্যার পর আগরতলার মেলারমাঠে সিপিআই (এম)-এর রাজ্য দপ্তরে গিয়ে মানিক সরকার ও সিপিআই (এম)-এর রাজ্য সম্পাদক বিজন ধরকে আমন্ত্রণ জানান বিপ্লব কুমার দেব।

তার সঙ্গে ছিলেন বিজেপির সর্ব ভারতীয় সাংগঠনিক সম্পাদক রাম মাধব।  

দলের কার্যালয়ে চার জনকে খোশ মেজাজে বেশ কিছুক্ষণ গল্প করতেও দেখা গেছে।

তবে শপথ অনুষ্ঠানে মানিক সরকার কিংবা তাদের প্রতিনিধিদল যাবেন কি না- তা জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ০০৫৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৮
এসসিএন/এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।