ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় পিস্তল ও ছুরিসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৪, মার্চ ২০, ২০১৮
ত্রিপুরায় পিস্তল ও ছুরিসহ যুবক আটক বাবুল দেববর্মা (৩৪)। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরায় সমাজদ্রোহীদের বিরুদ্ধে নতুন করে শুরু হওয়া পুলিশের অভিযানে পিস্তল ও ছুরিসহ এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার (১৯ মার্চ) দিনগত রাতে পশ্চিম জেলার বোজংনগর থানাধীন ডি সি পাড়া থেকে ওই যুবককে আটক করা হয়। আটকের নাম বাবুল দেববর্মা (৩৪)।

তার কাছ থেকে একটি পিস্তল ও দু’টি ছুরি জব্দ করা হয়েছে।

বোজেংনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, আটক যুবকের বাড়ি ডি সি পাড়াতেই। সে দীর্ঘ দিন ধরে এলাকার মানুষদের ভয়-ভীতি দেখিয়ে অর্থ আদায় করে আসছিল। তাছাড়া সে আগে একাধিকবার জেলও খেটেছে।  

তিনি আরও জানান, মঙ্গলবার (২০ মার্চ) ওই যুবককে আগরতলার সি জে এম আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ২০ মার্চ, ২০১৮
এসসিএন/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।