ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় দেয়াল ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৯, মে ১৮, ২০১৮
ত্রিপুরায় দেয়াল ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু দেয়াল ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

আগরতলা: ত্রিপুরায় টানা বৃষ্টিতে মাটির দেয়াল ধসে একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ মে) ভোরে ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার হেজামার ব্লকের সুবলসিং এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, লাগাতার বৃষ্টির কারণে ভোরে মলেন্দ্র দেববর্মা'র ঘরের মাটির দেয়াল ভেঙে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় মলেন্দ্র দেববর্মা (৫৫), অমৃত বালা দেববর্মা (৩০), শনিরাম দেববর্মা (৩৫) ও অভিরাম দেববর্মার (৫) মৃত্যু হয়।

 

সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি এই পরিবারের অন্য সদস্যদের আর্থিক সহায়তা করা হবে বলে জানান।

বৃষ্টির কারণে খোয়াই আগরতলা সড়কে ব্যাপক মাটি ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছে পূর্ত দফতর।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ১৮ মে ২০১৮
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।