ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

আগরতলা

বাজেটের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৭, জুন ২২, ২০১৮
বাজেটের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল আগরতলায় বিক্ষোভ মিছিল। ছবি: বাংলানিউজ

আগরতলা: বিজেপি-আইপিএফটি জোট সরকারের প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে পেট্রোল, ডিজেলসহ পাইপলাইনের রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি, সেচ বসানো এবং সরকারি ন্যায্য মূল্যের দোকানে তেল ও ডালের ভর্তুকি কমানোর প্রতিবাদে এবার সরব হলো সিপিআই (এম) দল। 

শুক্রবার (২২ জুন) আগরতলায় এক প্রতিবাদ মিছিল বের করে সিপিআই (এম) দলের পশ্চিম জেলা কমিটি। এদিন বিকেলে রাজধানীর মেলার মাঠ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা ভ্রমণ করে আবার মেলার মাঠে এসে মিছিলটি শেষ হয়।


 
মিছিলে অংশ নেন সিপিআই (এম) দলের পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর, সাংসদ ঝর্ণা দাস বৈদ্য, সাবেক মন্ত্রী মানিক দে প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুন ২২, ২০১৮
এসসিএন/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।