ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

আগরতলা

অমিত সাহ'র কুশপুতুল দাহ করলো যুব কংগ্রেস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৩, জুন ২৩, ২০১৮
অমিত সাহ'র কুশপুতুল দাহ করলো যুব কংগ্রেস অমিত সাহ-র কুশপুতুল দাহ

আগরতলা: ভারতে নোট বন্দীর ফলে শত শত সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল, অর্থ'র অভাবে দেশের হাজার হাজার ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। অথচ দেখা যাচ্ছে যে ওই সময় বি জে পি নেতারা তাদের কালো অর্থ ব্যাংকে জমা করে সাদা করেছেন। 

এর প্রতিবাদে পুরো ভারত জুড়ে আন্দোলন কর্মসূচী হাতে নিয়েছে যুব কংগ্রেস। তাদের এই আন্দোলন কর্মসূচীর অঙ্গ হিসেবে শনিবার(২৩ জুন) রাতে আগরতলায় এক বিক্ষোভ মিছিল এবং বি জে পি' সর্বভারতীয় সভাপতি অমিত সাহ'র কুশপুতুল দাহ করে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস'র কর্মী-সমর্থকরা।

 

এদিন রাজধানীর পোষ্ট অফিস চৌমুহনী এলাকার প্রদেশ কংগ্রেস ভবন থেকে মিছিল নিয়ে বের হয়ে বিভিন্ন রাস্তা পরিক্রমা শেষে আবার কংগ্রেস ভবনের সামনে এসে মিছিল শেষ হয়। কংগ্রেস ভবনের সামনে অমিত সাহ'র কুশপুতুল দাহ করেন উপস্থিত কর্মী সমর্থকরা।  


বাংলাদেশ সময়: ০৫৪০ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
এসসিএন/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।