ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার পর্যটনকেন্দ্রগুলো বিশ্বমানের করার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪১, জুলাই ১৬, ২০১৮
ত্রিপুরার পর্যটনকেন্দ্রগুলো বিশ্বমানের করার নির্দেশ পর্যটন উন্নয়ন বিষয়ক পর্যালোচনা বৈঠক। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যের মনোরম পর্যটনকেন্দ্রগুলো দেশ-বিদেশের পর্যটকদের কাছে প্রচারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। পাশাপাশি এসব পর্যটনকেন্দ্রতে আসা পর্যটকদের বিশ্বমানের সেবা প্রদান নিশ্চিতের নির্দেশ দেন তিনি। 

সোমবার (১৬ জুলাই) সন্ধ্যায় মহাকরণের কনফারেন্স হলে রাজ্যের পর্যটন উন্নয়ন বিষয়ক পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী এসব নির্দেশ দেন। বিভিন্ন পর্যটনকেন্দ্রে ছবি তোলার নিষেধাজ্ঞা তুলে ফেলার নির্দেশ দেওয়া হয় এসময়।

 

পর্যটন দফতরের একটি গাইড বুক তৈরি করে এতে রাজ্যের পর্যটনকেন্দ্রগুলোর আকর্ষণীয় ছবি, ইতিহাস ও বিস্তারিত বিবরণ উপস্থাপনের গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী।
 
পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী প্রাণজীৎ সিংহ রায়,  ত্রিপুরা রাজ্যের মুখ্য সচিব সঞ্জিব রঞ্জন, পর্যটন দফতরের সচিব ড. অনিল রস্তুগীসহ পর্যটন দফতরের কর্মকর্তারা।  

পর্যটন দফতরের সচিব অনিল রস্তুগী বলেন রাজ্যে বর্তমানে মোট ৩০টি টুরিস্ট লজ রয়েছে। আরও কিছু ক্যাফেটেরিয়া খোলা হবে।
 
পর্যটনকেন্দ্রগুলোতে দক্ষিণ ভারতীয়সহ দেশের বিভিন্ন প্রদেশের খাবার পরিবেশন করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সবমিলিয়ে রাজ্যের পর্যটনকে বিশ্বমানের করার প্রতি জোর দেওয়া হয়।
 
রাতে ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে এক প্রেস রিলিজে পর্যালোচনা বৈঠকের বিষয়ে বিস্তারিত জানানো হয়।  

বাংলাদেশ সময়: ০১৩৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
এসসিএন/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।