ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরা রাজ্যের শিল্পনীতিতে পরিবর্তন আনা হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
ত্রিপুরা রাজ্যের শিল্পনীতিতে পরিবর্তন আনা হয়েছে উদ্বোধনকালে ত্রিপুরা রাজ্যের উপ মুখ্যমন্ত্রী যীষ্ঞু দেববর্মা। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যের শিল্পনীতিতে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী যীষ্ঞু দেববর্মা। 

মঙ্গলবার (১৪ আগস্ট) দুপুরে ত্রিপুরার রাজধানী আগরতলার বোজংনগর শিল্পাঞ্চলে চিকিৎসা সামগ্রী তৈরির কারখানার উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান।

যীষ্ঞু দেববর্মা বলেন, রাজ্যের শিল্পনীতিতে পরিবর্তন আনায় শিল্প উদ্যোক্তাদের শিল্প প্রতিষ্ঠান স্থাপনে সহায়ক ভূমিকা রাখবে।

আগে শিল্প প্রতিষ্ঠান স্থাপনের অনুমতির জন্য শিল্পপতিদের এক দফতর থেকে অন্য দফতরে ঘুরতে হতো। এখন শিল্পপতিরা এক জায়গাতেই আবেদন করলে সব অনুমতি পেয়ে যাবেন। এতে শিল্প প্রতিষ্ঠান গড়তে সময় কম লাগবে এবং হয়রানিও কম হবে।
 
সংশ্লিষ্টরা জানায়, আগামী এক মাসের মধ্যে কারখানার নির্মাণ কাজ শুরু হবে এবং যত দ্রুত সম্ভব কারখানা থেকে চিকিৎসা সামগ্রী তৈরির জন্য চেষ্টা চালানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায়, সমাজসেবী জওহর সাহা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।