ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

আগরতলা

বিদায়ী রাজ্যপালকে ত্রিপুরা সরকারের সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৯, আগস্ট ২৫, ২০১৮
বিদায়ী রাজ্যপালকে ত্রিপুরা সরকারের সংবর্ধনা

আগরতলা: ত্রিপুরা রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নেবেন অধ্যাপক কাপ্তান সিং সোলাঙ্কি। তাই শুক্রবার (২৪ আগস্ট) বিদায়ী রাজ্যপাল তথাগত রায়কে বিদায় সংবর্ধনা জানানো হয় ত্রিপুরা সরকারের তরফ থেকে। 

রাজধানীর কুঞ্জবন এলাকার পুষ্পবন্ত বিহারের সাবেক রাজভবনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী যিষ্ঞু দেববর্মা, ত্রিপুরা বিধানসভার স্পিকার রেবতী মোহন দাস, চিফ হুইপ কল্যানী রায়, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, রাজস্বমন্ত্রী এনসি দেববর্মা, বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া প্রমুখ।
 
সাবেক রাজ ভবনের লনে বিদায়ী রাজ্যপালকে গার্ড অব অনার জানায় ত্রিপুরা স্টেট রাইফেলসের জওয়ানরা।

উপস্থিত অতিথিরা ফুলের তোড়া দিয়ে তথাগত রায়কে বিদায় জানান।

নিজের মত ব্যাক্ত করতে গিয়ে তথাগত রায় জানান, ত্রিপুরা রাজ্যে থাকাকালীন সময়টা খুব শান্তিপূর্ণ কেটেছে তার। দু’টি সরকার পেয়েছেন এবং একটি নির্বাচন পেয়েছেন তিনি। দু’টি সরকারই খুব শান্তিপূর্ণভাবে কাজ করেছে এবং করছে।  

সবাইকে বিশেষ ধন্যবাদ জানান তিনি।  

বক্তব্যে বিপ্লব কুমার দেব বলেন, তথাগত রায় ত্রিপুরাকে এক উন্নত জায়গায় নিয়ে যেতে চেয়েছেন। আমরা তার স্বপ্ন পূরত করতে কাজ করে যাবো।  

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৮
এসসিএন/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।