ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

আগরতলা

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা রটানোয় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৫, অক্টোবর ২২, ২০১৮
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা রটানোয় মামলা

আগরতলা: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে নিয়ে কুৎসা রটানোর অভিযোগে মামলা করা হয়েছে। 

রোববার (২১ অক্টোবর) পশ্চিম আগরতলা থানায় পুলিশ বাদী হয়ে এ মামলা করা হয়। মামলায় অভিযুক্ত করা হয়েছে রাজীব দেব নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

 

সোমবার (২২ অক্টোবর) পশ্চিম জেলার পুলিশ সুপার অজিত প্রতাপ সিং বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, এরই মধ্যে এই অশালীন পোস্টটি মুছে দেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তি আসল কিনা অন্য নামে পোস্ট করেছে কি-না তাও খতিয়ে দেখা হচ্ছে।

তবে যে এই পোস্ট করেছে তাকে খুব দ্রুত পুলিশের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলেও জানান প্রতাপ সিং।  

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
এসসিএন/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।