ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

আগরতলা

ভারতজুড়ে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০২, অক্টোবর ২৬, ২০১৮
ভারতজুড়ে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি বিক্ষোভ মিছিল। ছবি: বাংলানিউজ

আগরতলা: ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (সি বি আই) ডিরেক্টর জেনারেলকে রাতের আধারে সরিয়ে দিয়েছে বিজেপি সরকার। এর পেছনে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি করছে বিরোধী দল কংগ্রেস।

শুক্রবার (২৬ অক্টোবর) ভারতের রাজধানী দিল্লিসহ বিভিন্ন রাজ্যে সিবিআই অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছে কংগ্রেস।

কংগ্রেস অভিযোগ করে আরও জানান,  ফ্রান্স থেকে রাফাইল যুদ্ধ বিমান কেনার নামে ব্যাপক আর্থিক  দুর্নীতি করেছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার।

ত্রিপুরা কংগ্রেসও এদিন আগরতলার গোর্খাবস্তি এলাকার সিবিআই অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে।

ত্রিপুরা কংগ্রেসের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস দলের অবজারভার ভূপেন বরা, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজীৎ সিনহা, কার্যকরি সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মণ, সাবেক এমএলএ গোপাল রায়, তাপস দে প্রমুখ।

এদিন বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে নেতারা ভারতের প্রধানমন্ত্রী এবং ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেন। নরেন্দ্র মোদিকে দেশের সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্থ লোক এবং চোর বলে অভিযোগ করেন।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
এসসিএন/এপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।