ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

আগরতলা

ভারত-বাংলাদেশ মৈত্রী প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৫, অক্টোবর ২৮, ২০১৮
ভারত-বাংলাদেশ মৈত্রী প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্ট মঞ্চে বসে আছেন অতিথিরা। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): প্রতি বছরের মতো এবারও ত্রিপুরা রাজ্য প্রতিবন্ধী অধিকার মঞ্চের উদ্যোগে দুই দিনব্যাপী ভারত-বাংলাদেশ মৈত্রী প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।

শনিবার (২৭অক্টোবর) ত্রিপুরার পশ্চিম জেলার আর কে নগরের নিপকো মাঠে এর উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দফতরের মন্ত্রী সুদীপ রায় বর্মণ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী পবিত্র কর ও ত্রিপুরা রাজ্য প্রতিবন্ধী অধিকার মঞ্চের সম্পাদক সুলিল দেববর্মা প্রমুখ।

বাংলাদেশ থেকে খেলোয়াড়, পরিচালক ও সাংবাদিকসহ মোট ৪১জনের একটি টিম রাজ্যে এসেছে। ক্রিকেট টুর্নামেন্টের মধ্য দিয়ে উভয় দেশের সব স্তরের মানুষের মধ্যে মৈত্রী ও আত্মিক সম্পর্ক বাড়বে বলে বাংলাদেশ থেকে আসা অতিথিরা জানান।

২০ ওভারের প্রথম ম্যাচে বাংলাদেশ জয়ী হয় ও দ্বিতীয় ম্যাচটি হবে সিপাহীজলা জেলার মেলাঘর মাঠে বলে জানান সলিল দেববর্মা।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।