শনিবার (০১ ডিসেম্বর) আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলোর উন্নয়ন সংক্রান্ত এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
তিনি বলেন, পানি পরিশোধনের জন্য ভারত সরকারের গৃহ নির্মাণ ও নগর উন্নয়ন মন্ত্রক ১৯ কোটি রুপি অর্থ বরাদ্দ করেছিল।
তিনি আরও বলেন, ত্রিপুরার রাজধানী আগরতলাকে স্মার্ট সিটিতে উন্নতি করণের কাজ চলছে। খুব দ্রুত আগরতলা স্মার্ট সিটিতে রূপান্তরিত হবে। এজন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) থেকে ২৪ হাজার কোটি রুপি ঋণ নেওয়া হবে। এ কাজে ভারত সরকার ও সহযোগিতা করছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভারত সরকারের গৃহ নির্মাণ এবং নগর উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী হরিদীপ সিংসহ উত্তর-পূর্ব ভারতের আটটি রাজ্যের সরকারি কর্মকর্তারা
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৮
এসসিএন/আরআইএস/