ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

আগরতলা

বিশ্বকাপ জিমন্যাস্টে ব্রোঞ্জ জিতে ঘরে ফিরলেন দীপা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫৭, ডিসেম্বর ৬, ২০১৮
বিশ্বকাপ জিমন্যাস্টে ব্রোঞ্জ জিতে ঘরে ফিরলেন দীপা ক্রীড়া ব্যক্তিত্বরা

আগরতলা(ত্রিপুরা): বিশ্বকাপ জিমন্যাস্টে নিজের প্রিয় ইভেন্ট ভল্ট এ ব্রোঞ্জ পদক জয়ের পর আগরতলায় নিজ বাড়ি ফিরলেন ভারতের প্রথম মহিলা অলিম্পিয়াড দীপা কর্মকার।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে প্লেনে করে দীপা ও তার কোচ বিশ্বেশ্বর নন্দী আগরতলায় আসেন।

তাদের স্বাগত জানাতে বিমান বন্দরে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের প্রথম অর্জুন পুরস্কার প্রাপ্ত জিমন্যাস্ট মন্টু দেবনাথসহ অনেক ক্রীড়া ব্যক্তিত্বরা।

উপস্থিত সবাই দীপা এবং তার কোচ বিশ্বেশ্বর নন্দীকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান।

এ নিয়ে কোচ বিশ্বেশ্বর নন্দী জানান, ২০১৯ সালে অনুষ্ঠিত হবে ওয়ার্ড চ্যাম্পিয়নশিপ। আর এটাই এখন তাদের মূল লক্ষ্য।

এর আগে গত শনিবার (২৪ নভেম্বর ২০১৮) জার্মানির কোটবাস শহরে আয়োজিত বিশ্বকাপ জিমন্যাস্টে ১৪ দশমিক ৩১৬ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পদক পেয়েছে দীপা।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৮
এসসিএন/এপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।