ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

আগরতলা

আগরতলায় ১৭০ কেজি গাঁজাসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৬, ডিসেম্বর ১৩, ২০১৮
আগরতলায় ১৭০ কেজি গাঁজাসহ যুবক আটক পুলিশের হাতে গাঁজাসহ যুবক আটক, ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): আবারও প্লেনে করে পাচারকালে ত্রিপুরার আগরতলা বিমানবন্দর থেকে ১৭০ কেজি গাঁজাসহ অমিতাভ দত্ত (৩৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) ওই যুবককে আটক করা হয়।

মহকুমা পুলিশ কর্মকর্তা (এসডিপিও) ধ্রুব নাথ বাংলানিউজকে জানান, একটি বেসরকারি ক্যুরিয়ার সংস্থার মাধ্যমে কলকাতায় কিছু পণ্য পাঠানো জন্য রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা এয়ারইন্ডিয়ার কার্গো বিভাগে আসে।

কার্গো বিভাগের কর্মী সঞ্জিৎ দেববর্মা রুটিন অনুসারে পণ্যগুলোর এক্সরে করার সময় দেখেন যে প্যাকেটগুলোতে গাঁজা রয়েছে। মোট ছয়টি বড় প্যাকেটগুলো পার্সেল করেছিলো। এগুলো আগরতলা থেকে কলকাতায় পাঠানো হচ্ছিলো বলেও জানান তিনি। খবর পেয়ে গাঁজার প্যাকেটগুলো জব্দ করা হয়। পরে পার্সেল করতে আসা অমিতাভকে আটক করা হয়। প্যাকেটে মোট ১৭০ কেজি গাঁজা রয়েছে।

এসডিপিও ধ্রুব নাথ বাংলানিউজকে আরও জানান, আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে আটক যুবক জানিয়েছেন এই প্যাকেটগুলো বাপ্পী চৌধুরী নামে এক ব্যক্তির।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।