ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আগরতলা

পুর-নগর পঞ্চায়েতের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
পুর-নগর পঞ্চায়েতের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে ভোট প্রয়োগের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন ভোটাররা, ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): রাজ্যের পুর পরিষদ, নগর পঞ্চায়েত ও পুরনিগমের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

রাজ্যের মোট ১০৪টি কেন্দ্রে ৯টি পুর ও ৬৭টি নগর পঞ্চায়েতের উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোথায়ও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা।  ভোট প্রক্রিয়া অবাদ ও শান্তিপূর্ণ করতে প্রচুর সংখ্যক নিরাপত্তাকর্মী নিয়োজিত রয়েছে।

জানা গেছে, পুর নিগম, পুর পরিষদ ও নগর পঞ্চায়েতের শূন্য আসনে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।