ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

নারীর স্বীকৃতিতে ত্রিপুরায় সম্মাননা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
নারীর স্বীকৃতিতে ত্রিপুরায় সম্মাননা  ‘নারী স্বীকৃতি ও নারী সম্মান -২০১৯’ পুরস্কার বিতরণী অনুষ্ঠান/ ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): নারী দিবস উপলক্ষে ত্রিপুরায় ‘নারী স্বীকৃতি ও নারী সম্মান -২০১৯’ পুরস্কার বিতরণীর আয়োজন করেছে রাজ্যের মহিলা কমিশন।

শনিবার (৯ মার্চ) রাজধানীর মেলারমাঠ এলাকায় মহিলা কমিশনের সভাকক্ষে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

এতে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের স্ত্রী নীতি দেব, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের মন্ত্রী শান্তনা চাকমা, সমাজসেবী প্রতিমা ভৌমিক, মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণানী গোস্বামী, ত্রিপুরা শিশু কল্যাণ কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ প্রমুখ।


 
অনুষ্ঠানে নিজ নিজ ক্ষেত্রে সফলতার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে মোট ৭ জন নারীকে সম্মাননা দেয়া হয়। উপস্থিত অতিথিরা সফল নারীদের হাতে সম্মাননা তুলে দেন।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৯
এসসিএন/এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।