ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় গাঁজাসহ ৩ মাদকবিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
ত্রিপুরায় গাঁজাসহ ৩ মাদকবিক্রেতা আটক

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার পশ্চিম জেলার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা নতুন নগর থেকে ১৮ কেজি গাঁজাসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।

আগাম খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় তাদের আটক করা হয়।

আটক তিনজন হলেন- পশ্চিম জেলার সিধাই মোহনপুর এলাকার অপু দেব, ঝাড়খন্ড রাজ্যের অমরজিৎ কুমার সাহু ও বিহার রাজ্যের রামদয়াল রায়।

সদর মহকুমার পুলিশ কর্মকর্তা (এসডিপিও) ধ্রুব নাথ বলেন, বিশেষ সূত্রের ভিত্তিতে খবর আসে, নতুন নগর এলাকার ব্যাংকের পাশে একটি ঘরে কয়েকজন মাদকবিক্রেতা গাঁজা মজুদ করেছে। এই খবরের ভিত্তিতে রামনগর থানার পুলিশ সেখানে অভিযান চালায় এবং তিনজন মাদকবিক্রেতাকে গাঁজাসহ আটক করে।

‘এসময় তাদের কাছ থেকে চার প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। এই প্যাকেটগুলোতে মোট ১৮ কেজি গাঁজা ছিল।  গাঁজাগুলো কোথায় নিয়ে যাওয়ার জন্য জড়ো করা হয়েছিল, এ ব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ’

আটক তিনজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
এসসিএন/এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।