ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আগরতলা

২ ডিসেম্বর ত্রিপুরায় হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
২ ডিসেম্বর ত্রিপুরায় হরতাল তিপ্রাল্যান্ড স্টেট পার্টির সংবাদ সম্মেলন। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): পার্লামেন্টে নাগরিকত্ব আইন পাস না করা ও ত্রিপুরার উপজাতি স্বশাসিত জেলা পরিষদ (টিটিএডিসি) এলাকাকে তিপ্রাল্যান্ড নামে আলাদা রাজ্য গঠন করার দাবিতে আগামী ২ ডিসেম্বর ১২ ঘণ্টার হরতাল ডেকেছে তিপ্রাল্যান্ড স্টেট পার্টি।
 

সোমবার (২৪ নভেম্বর) আগরতলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের সভাপতি সি আর দেববর্মা।  

টিটিএডিসি এলাকার এই হরতালে সহযোগিতা করার জন্য তিনি রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান।

পাশাপাশি, রাজ্যের অন্য দলগুলোও তাদের এই হরতালের সমর্থন করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানান সি আর দেববর্মা। যদিও ওই দলগুলোর নাম বলেননি তিনি।

উপরোক্ত দুই দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে তিপ্রাল্যান্ড স্টেট পার্টি। তাদের বিশ্বাস, এসব দাবি যুক্তিযুক্ত, তাই এগুলো একদিন অবশ্যই পূরণ হবে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
এসসিএন/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।